অসাধারণ পারফরম্যান্সের সুবাদে টানা দ্বিতীয়বার শ্রীলঙ্কার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। একইসঙ্গে দেশের সেরা টেস্ট ব্যাটসম্যান, ওয়ানডে ব্যাটসম্যান ও ওয়ানডে অলরাউন্ডারের পুরস্কার ওঠে লঙ্কান অধিনায়কের হাতে।
২০১৫ সালে দুর্দান্ত পারর্ফম করলেও গত বছরের পারফরম্যান্সের ভিত্তিতে তার হাতে উঠেছে পুরস্কারটি। জানুয়ারি ২০১৪ থেকে ডিসেম্বর ২০১৪ পর্যন্ত ডানহাতি এ ক্রিকেটার টেস্টে ৭৭.৩৩ গড়ে ১১৬০ রান করেন। অন্যদিকে রঙ্গিন পোশাকে ৬২.২০ গড়ে ১২৪৪ রানের পাশাপাশি ১৮টি উইকেট নিয়েছেন তিনি।
এদিকে সেরা টেস্ট বোলারের খেতাব জিতেছেন বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ। তবে সেরা ওয়ানডে বোলার হয়েছেন ডানহাতি স্পিনার অজান্তা মেন্ডিস। সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান ও বোলারের পুরস্কার পেয়েছেন যথাক্রমে কুশাল পেরেরা ও নুয়ান কুলাসেকেরা।
এছাড়া, ২০১৪ সালের সেরা উদীয়মান ক্রিকেটার হয়েছেন মারকুটে ওপেনার কুশল পেরেরা। আর পিপলস চয়েজের অ্যাওয়ার্ড জিতেছেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো দলটির কিংবদন্তি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা।
বিডি-প্রতিদিন/২০ অক্টোবর, ২০১৫/মাহবুব
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        