আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন ভারতীয় মারকুটে ব্যাটসম্যান বিরেন্দর শেবাগ। দুবাইয়ে আসন্ন মার্স্টাস চ্যাম্পিয়নস লিগ (এমসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে এমন সিদ্ধান্ত নিচ্ছেন তিনি।
আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে যাওয়া এমসিএলে অংশ নেওয়া ক্রিকেটারদের অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে হবে। তাই এ টুর্নামেন্টে অংশ নিতে এমন সিদ্ধান্তে যাচ্ছেন ধুমধারাক্কা ব্যাটিংয়ে একটা সময় রাজত্ব বিস্তার করা দিল্লির এই ডানহাতি ব্যাটসম্যান।
বর্তমানে দুবাইয়ে রয়েছেন শেবাগ। সেখানে মাস্টার্স চ্যাম্পিয়ন্স কাপের লঞ্চিং প্রোগ্রামে ব্রায়ান লারা, গ্রায়াম স্মিথ ও আজহার মাহমুদের মতো সাবেক ক্রিকেটারদের সঙ্গে তিনিও উপস্থিত ছিলেন। দুবাই থেকে দেশে ফিরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিবেন বলে জানিয়েছেন শেবাগ। সংবাদ এনডিটিভি ডটকমের।
প্রসঙ্গত, ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০৪ টেস্টে ২৩ সেঞ্চুরি ও ৩২ হাফসেঞ্চুরিসহ ৮,৫৮৬ রান করেছেন শেবাগ। এর মধ্যে দুটি ট্রিপল সেঞ্চুরিও রয়েছে। এ ছাড়া ২৫১টি ওয়ানডে ম্যাচে ১৫টি সেঞ্চুরিসহ করেছেন ৮,২৭৩ রান। এর মধ্যে একটি ডাবল সেঞ্চুরিও রয়েছে।
বিডি-প্রতিদিন/২০ অক্টোবর, ২০১৫/মাহবুব
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        