গত কয়েক বছর ধরে ফিফা ব্যালন ডি'অর পদক নিজের করে নেওয়া লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর রাজত্বে কি এবার হানা দিতে পারবেন অন্য কেউ? সেটা জানতে অপেক্ষায় থাকতে হবে আরো বেশ খানিকটা সময়, আগামী বছরের ১১ জানুয়ারি জুরিখের জমকালো অনুষ্ঠানেই জানা যাবে, কার মাথায় উঠবে এবারের শ্রেষ্ঠত্বের মুকুট।
মঙ্গলবার ২০১৫ সালের (২২ নভেম্বর ২০১৪ থেকে ২০ নভেম্বর ২০১৫ পর্যন্ত) ব্যালন ডি’অরে জন্য ২৩ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তালিকায় যথরীতি আছেন বর্তমান বিজয়ী পর্তুগালের রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো। এর আগে টানা চারবারের বিজয়ী আর্জেন্টিনার বার্সা তারকা লিওনেল মেসিও রয়েছেন তালিকায়।
আরও রয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার, গ্যারেথ বেল, পল পগবা, এডেন হ্যাজার্ড, জ্লাতান ইব্রাহিমোভিচ, সার্জিও আগুয়েরো, অ্যালেক্সিজ সানচেজ, লুইস সুয়ারেজদের মতো তারকারা।
সেরা ফুটবলারের পাশাপাশি বর্ষসেরা কোচের পদকের জন্যও মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে রয়েছে ১০ জন কোচের নাম।
মনোনীত ফুটবলারদের মধ্য থেকে একজনকে বিভিন্ন দলের কোচ, অধিনায়ক ও আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিকদের ভোটের মাধ্যমে চূড়ান্ত বিজয়ী বলে বেছে নেওয়া হবে। আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হয়ে ২০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে এই ভোটিং প্রক্রিয়া।
আগামী বছরের ১১ জানুয়ারি সুইজারল্যান্ডের জুরিখে ফিফা সদর দফতরে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যালন ডি’ওর তুলে দেওয়া হবে বিজয়ী ফুটবলারের হাতে।
ব্যালন ডি’ওর মনোনীতদের তালিকা-
লিওনেল মেসি (আর্জেন্টিনা/বার্সেলোনা)
ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল/রিয়াল মাদ্রিদ)
সার্জিও অ্যাগুয়েরো (আর্জেন্টিনা/ম্যানচেস্টার সিটি)
নেইমার (ব্রাজিল/বার্সেলোনা)
গ্যারেথ বেল (ওয়েলস/রিয়াল মাদ্রিদ)
লুই সুয়ারেজ (উরুগুয়ে/বার্সেলোনা)
করিম বেঞ্জেমা (ফ্রান্স/রিয়াল মাদ্রিদ)
আন্দ্রেস ইনিয়েস্তা (স্পেন/বার্সেলোনা)
জাভিয়ের মাশ্চেরানো (আর্জেন্টিনা/বার্সেলোনা)
ইভান রেকেটিক (ক্রোয়েশিয়া/বার্সেলোনা)
টনি ক্রুস (জার্মানী/রিয়াল মাদ্রিদ)
জেমস রদ্রিগেজ (কলম্বিয়া/রিয়াল মাদ্রিদ)
জ্লাতান ইব্রাহিমোভিচ (সুইডেন/প্যারিস সেইন্ট-জার্মেইন)
ইডেন হাজার্ড (বেলজিয়াম/চেলসি)
অ্যালেক্সি সানচেজ (চিলি/আর্সেনাল)
থমাস মুলার (জার্মানী/বায়ার্ন মিউনিখ)
ম্যানুয়েল ন্যয়ার (জার্মানী/বায়ার্ন মিউনিখ)
আরিয়েন রোবেন (নেদারল্যান্ডস/বায়ার্ন মিউনিখ)
রবার্ট লিওয়ানদস্কি (পোল্যান্ড/বায়ার্ন মিউনিখ)
আরতুরো ভিদাল (চিলি/জুভেন্টাস/বায়ার্ন মিউনিখ)
ইয়াইয়া তুরে (আইভরি কোস্ট/ম্যানচেস্টার সিটি)
পল পগবা (ফ্রান্স/জুভেন্টাস)
কেভিন ডি ব্রুনি (বেলজিয়াম/ভলফসবার্গ/ম্যানচেস্টার সিটি)
বর্ষসেরা কোচ হিসেবে মনোনীতরা-
লুই এনরিক (স্পেন/বার্সেলোনা)
পেপ গার্দিওলা (স্পেন/বায়ার্ন মিউনিখ)
জোসে মরিনহো (পর্তুগাল/চেলসি)
মাসিমিলিয়ানো অ্যালেগ্রি (ইতালী/জুভেন্টাস)
কার্লো অ্যানচেলোত্তি (ইতালী/রিয়াল মাদ্রিদ)
লওরেন্ট ব্ল্যাঙ্ক (ফ্রান্স/প্যারিস সেইন্ট-জার্মেইন)
উনাই ইমারি (স্পেন/সেভিয়া)
জর্জ সাম্পাওলি (আর্জেন্টিনা/চিলি জাতীয় দল)
দিয়াগো সিমোনি (আর্জেন্টিনা/অ্যাতলেটিকো মাদ্রিদ)
আর্সেন ওয়েঙ্গার (ফ্রান্স/আর্সেনাল)
বিডি-প্রতিদিন/২০ অক্টোবর, ২০১৫/মাহবুব