ভারতের বেঙ্গালুরুর একটি হোটেলে এক নারীকে যৌন হয়রানির অভিযোগে ভারতীয় দলের ক্রিকেটার অমিত মিশ্রকে তলব করল পুলিশ। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) সূত্রের খবর ডেপুটি কমিশনার অব পুলিশ সন্দীপ পাতিল এ প্রসঙ্গে জানান, "টিম ইন্ডিয়ার স্পিনার অমিত মিশ্রকে আমরা একটি নোটিশ পাঠিয়েছি। হোটেলে এক নারীকে যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতেই তাঁকে এ তলব করা হয়েছে"।
ওই নারী পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করার পর বেঙ্গালুরু পুলিশ অমিত মিশ্রের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩৫৪ ও ৩২৮ ধারায় মামলা দায়ের করেছে বলে জানান সন্দীপ পাতিল।
পুলিশ কমিশনার আরও জানান, নোটিশ পাওয়ার পর অমিত মিশ্র পুলিশের সঙ্গে দেখা না করলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে বেঙ্গালুরু পুলিশ।
উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বর মাসে বেঙ্গালুরুর অশোক নগর থানায় অভিযোগ দায়ের করেছিলেন নির্যাতিতা ওই নারী।
বিডি-প্রতিদিন/২১ অক্টোবর, ২০১৫/মাহবুব