শোনা যাচ্ছে, বিয়ের জন্য প্রেমিক বিরাট কোহলিকে চাপ দিচ্ছেন প্রেমিকা অভিনেত্রী আনুশকা শর্মা। কিন্তু বেঁকে বসেছেন ভারতীয় ক্রিকেট কোহলি। এখনই বিয়ে নয় নাকি স্রেফ জানিয়ে দিয়েছেন। বিয়ে নয়, বরং ক্যারিয়ারই তার কাছে নাকি এখন বেশি গুরুত্বপূর্ণ। আর এই ইস্যুতেই নাকি কোহলি-অানুশকার সম্পর্কে ফাঁটল ধরছে বলে গুঞ্জন ছড়িয়েছে।
চলতি ২৯ তারিখে বিয়ে করতে যাচ্ছেন ক্রিকেটার হরভাজন সিং ও দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী গীতা বাসরা। এদেরই বিয়ের অনুষ্ঠানের দাওয়াত পেয়েছেন কোহলি ও অানুশকা। চলতি বছরই সহখেলোয়াড় রোহিত শর্মা, সুরেশ রায়না ইতোমধ্যে বিয়ে করেছেন। আর এবার বিয়ে করতে যাচ্ছেন আরেক সহখেলোয়াড় স্পিনার হরভাজন। তাই স্বভাবতই চাপ পড়ছে কোহলির উপর। আর এ চাপের সুযোগেই বিয়েটা সেরে ফেলতে চাইছেন অানুশকা। কিন্তু যাকে বিয়ে করবেন সেইতো বেঁকে বসে আছেন। শেষ পর্যন্ত আদৌ তাদের সম্পর্ক আদৌ চূড়ান্ত পরিণতি পায় কিনা সময়ই হয়তো তা বলে দিবে।
বিডি-প্রতিদিন/২১ অক্টোবর ২০১৫/শরীফ