আগামী মাসের ৩ তারিখে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল। তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল প্রস্তাবিত ত্রিদেশিয় সিরিজ খেলতে আসবে না বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন।
নাজমুল হাসান পাপন জানান, দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেটাররা তাদের স্থগিত হওয়া বাংলাদেশ সফরের নতুন এ তারিখ চুড়ান্ত করেছে।
এদিকে, জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে ৩টি ওয়ানডে ম্যাচ এবং ২টি টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ খেলবে। এ ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের যে পরিকল্পনা করেছিলো বাংলাদেশ তাতে আগ্রহ দেখায়নি ওয়েস্ট ইন্ডিজ। ফলে ত্রিদেশীয় এ সিরিজটি হচ্ছে না পাপন জানান।
সম্প্রতি দেশে দুই বিদেশি নাগরিক হত্যার প্রেক্ষিতে নিরাপত্তার কারণ দেখিয়ে কয়েকটি দেশ তাদের পূর্ব-নির্ধারিত সফর বাতিল করে। এরই অংশ ছিল দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের পূর্বনির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত। আর অস্ট্রেলিয়াতো বাংলাদেশ সফর আপাতত বাতিল-ই করে রেখেছে।
বিডি-প্রতিদিন/২১ অক্টোবর ২০১৫/শরীফ