তৃতীয় বিপিএলের আইকন ক্রিকেটারদের দল নির্বাচনের কাঙ্ক্ষিত লটারি পর্ব অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার। রাজধানীর ব্লু ওয়াটার রেডিসনে সকাল ১০টা থেকে শুরু হবে রুদ্ধদ্বার এ লটারি পর্ব।
প্রথমে দল গঠনে আইকন ক্রিকেটাররা অংশ নিতে পারবেন বলে জানানো হলেও শেষ পর্যন্ত বৃহস্পতিবারই দল পেতে যাচ্ছেন সাকিব-তামিম-মাশরাফিরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রকাশিত তালিকা অনুযায়ী বিপিএলের লটারির তালিকায় রয়েছে ১২২ জন দেশি ও ১৯৫ জন বিদেশি ক্রিকেটার। তবে এই তালিকা সংযোজন ও বিয়োজন দুটোই হবে। কারণ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা বাদ যাবেন। একই সঙ্গে নতুন দেশি ও বিদেশি ক্রিকেটার যোগ হবেন।
বিপিএলের তৃতীয় আসরে আইকন খেলোয়াড় হিসেবে আছেন মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও নাসির হোসেন। আইকন ক্রিকেটারদের দল নির্ধারণ হওয়ার পর অন্যান্যদের দল লটারি হবে।
বিডি-প্রতিদিন/ ২২ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন