চেন্নাইয়ে অনুষ্ঠিত ৫ ম্যাচ ওডিআই সিরিজের চতুর্থ ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট কোহলি। ১১৩ বলে চারটি চার ও তিনটি ছক্কার মাধ্যমে সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি। এটি তার ২৩তম ওডিআই শতক। এর আগে টসে জিতে প্রথম ব্যাট করতে নামে ভারত। বিরাট কোহলির অপরাজিত ১০২ রানের ভর করে শেষ খবর পর্যন্ত ভারত ৩৮ ওভারে শেষে ২১০ রান সংগ্রহ করে। তার সঙ্গে আছেন সুরেশ রায়না। তার সংগ্রহ ২৫ রান। ডেল স্টেইন, রাবাদা ও মরিস ১টি করে উইকেট নিয়েছেন।
এর আগে ব্যাট করতে নেমে ওপেনার রোহিত শর্মা ২১ রান ও শিখর ধাওয়ান মাত্র ৭ রান করে সাজঘরে ফিরেন। আর অজিঙ্কা রাহানে ৪৫ রান করেন। মূলত রাহানের সঙ্গে মিডলঅর্ডারে ভালো একটা পার্টনারশিপ গড়েন কোহলি। এরই ফলশ্রুতিতে স্বাগতিকরা এখন পর্যন্ত ভালো অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, ৫ ম্যাচের এই সিরিজে সফরকারী দক্ষিণ আফ্রিকা ২-১ এ এগিয়ে আছে। ফলে সিরিজে টিকে থাকতে হলে স্বাগতিকদের আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই।
বিডি-প্রতিদিন/২২ অক্টোবর ২০১৫/শরীফ