৪ মে, ২০১৬ ১৪:১০

মিরপুরে সাব্বিরের সেঞ্চুরি

অনলাইন ডেস্ক

মিরপুরে সাব্বিরের সেঞ্চুরি

ফাইল ছবি

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আইকন ক্রিকেটারদের মধ্যে এবার সেঞ্চুরি পেয়েছেন সাব্বির রহমান। বুধবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেখ জামালের বিপক্ষে এ শতক হাঁকান প্রাইম ব্যাংকের এই ব্যাটসম্যান।

এর আগে, চলতি ডিপিএলে আইকন ক্রিকেটারদের মধ্যে প্রথম সেঞ্চুরি দেখা পান মুশফিকুর রহিম। দ্বিতীয় রাউন্ডে সাভারে ভিক্টোরিয়ার বিপক্ষে ১০৪ করেছিলেন মোহামেডানের মুশফিকুর রহিম। অন্যদিকে, একই রাউন্ডে মিরপুরে ১০ রানের জন্য সেঞ্চুরি ছুঁতে পারেননি আরেক আইকন তামিম ইকবাল।

মিরপুরে এদিন পুরোপুরি ১০০ রান করে আউট হন সাব্বির। ৯৭ বলের এই ইনিংসে ছিল ৮টি চার ও ১টি ছয়। সেঞ্চুরি পর অবশ্য তিনি বেশিক্ষণ ক্রিজে অবস্থান করতে পরেননি। শত রান করার পর শফিউল ইসলামের বলে মুক্তার আলীর হাতে ক্যাচ দিয়ে তিনি সাজঘরে ফেরেন। আর এরই মধ্য দিয়ে আসরের চতুর্থ রাউন্ডের প্রথম ম্যাচে এসে সেঞ্চুরির দেখা পেলেন সাব্বির।

এদিকে, সাব্বিরের সেঞ্চুরির ওপর ভর করে এদিন প্রাইম ব্যাংক নির্ধারিত ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ৩১৮ রানের একটি ফাইটিং স্কোর দাঁড় করায় শেখ জামালের বিপক্ষে।

বিডি-প্রতিদিন/০৪ মে, ২০১৬/মাহবুব

সর্বশেষ খবর