আইপিএলে কোটি কোটি টাকায় নিলাম হয় খেলোয়াড়দের। আল্টিমেট বিনোদনে বিজ্ঞাপন আর ক্রিকেটের দ্রবণে ফুলে ফেঁপে উঠছে ক্রিকেটারদের ঝুলি। দেশের শ্রমিকরা দিন ভিত্তিক আয় করে আর সেখানে দেশ বিদেশের ক্রিকেটাররা আয় করেন মিনিটে মিনিটে।
তেমনি ভারতীয় মুদ্রায় ১০ ক্রিকেটারের প্রতি মিনিটের আয়ের তালিকা দেয়া হল:
১. বিরাট কোহলি (ভারত)- সবাইকে ছাপিয়ে এই তালিকায় তিনিই সবথেকে 'ধনী'। প্রতি মিনিটে বিরাট কোহলির আয় ৫৮১১.২১ টাকা।
২. মহেন্দ্র সিং ধোনি (ভারত)- প্রতি মিনিটে ধোনি ভারতীয় মুদ্রায় আয় করেন ৩৬৮৮.৩০ টাকা।
৩. ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)- প্রতি মিনিটে ৯৫০.৩৪ টাকা
৪. শাহিদ আফ্রিদি (পাকিস্তান)- প্রতি মিনিটে আয় ৭৯৮.১৯ টাকা
৫. বীরেন্দ্র সেওয়াগ (ভারত)- প্রতি মিনিটে আয় ৭৩৪.৭১ টাকা
৬. শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া)- প্রতি মিনিটে আয় ৬৯৬.৭১ টাকা।
৭. এবি ডিভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)- ৬৯৬.৭১ টাকা
৮. গৌতম গম্ভীর (ভারত)- প্রতি মিনিটে আয় ৬৩৩.১৫ টাকা।
৯. যুবরাজ সিং (ভারত)- প্রতি মিনিটে আয় ৪৮১.১৯ টাকা
১০. মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া)- প্রতি মিনিটে আয় ৩৬৭.৫৭ টাকা।
বিডি-প্রতিদিন/৬ মে, ২০১৬/ হিমেল-০৭