পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার মিকি আর্থার। চলতি মাসের শেষ দিকে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন বলে পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়।
১৯৮৬-২০০১ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ডোমেস্টিক ক্রিকেট খেলেছেন মিকি আর্থার। এর আগে তিনি নিজ দেশ ও অস্ট্রেলিয়ার প্রধান কোচের দায়িত্বে ছিলেন। নিজ দেশের সঙ্গে ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত এবং অস্ট্রেলিয়ার সঙ্গে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। তাই পাকিস্তান হচ্ছে তার আন্তর্জাতিক ক্রিকেট কোচিং ক্যারিয়ারে তৃতীয় দেশ।
চলতি বছরের শুরুতে ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপ টি-২০ ক্রিকেট ও ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত আইসিসি ষষ্ঠ টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানের বাজে পারফরম্যান্সে সমালোচনার মুখে পদত্যাগ করেন দেশটির সাবেক কোচ ওয়াকার ইউনুস। এরপর থেকেই এ পদ খালি ছিল। ওয়াসিম আকরাম, রমিজ রাজা ও ফয়সাল মিরজা নিয়ে গঠিত একটি প্যানেলকে নতুন কোচ নির্বাচনের দায়িত্ব দিয়েছিল পিসিবি।
উল্লেখ্য, মিকি আর্থার বাংলাদেশ প্রিমিয়ার লিগ'র দল ঢাকা ডিনামাইটস ও পাকিস্তান সুপার লিগের দল করাচি কিংস'র কোচের দায়িত্বও পালন করেছেন।
বিডি-প্রতিদিন/৭ মে ২০১৬/শরীফ