মাদ্রিদ ওপেন (ডবল) সেমিফাইনালে ভেনিয়া কিং ও আলা কুদ্রাভেস্তা জুটিকে পরাজিত করে ফাইনালে পৌঁছেছে টেনিস সেনসেশন সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস জুটি। শুক্রবার ৬-২, ৬-০ গেমে প্রতিপক্ষকে হারায় সানিয়া-হিঙ্গিস জুটি।
পরপর খেতাব-জয়ের পর স্টুটগার্ড ওপেন থেকে ফিরতে হয়েছিল রানার্স আপ হয়ে৷ মাদ্রিদ থেকে কিন্তু খেতাব নিয়েই ফিরতে চান ইন্দো-সুইস জুটি৷ ফাইনালে ক্যারোলিনা ও ক্রিস্টিনার মুখোমুখি হবেন তারা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ