জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে ফের নিয়োগ দেওয়া হয়েছে সাবেক কোচ লোডভিক ডি ক্রুইফকে। তবে জাতীয় দলের সাবেক এই ডাচ কোচকে নিয়োগ দেওয়া হয়েছে মাত্র একমাসের জন্য।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে শনিবার এ তথ্য জানিয়েছেন জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।
তিনি বলেন, 'এশিয়া কাপ প্লে অফ ম্যাচের জন্য আমাদের হাতে সময় খুব কম। এ কারণে জানা-শোনার ভিত্তিতেই ডি ক্রুইফকে বেছে নেওয়া। যদিও মাত্র ১ মাসের (২ ম্যাচ) জন্য। তবে ক্রুইফের পারফরম্যান্স যদি সন্তোষজনক হয়, তাহলে তার সঙ্গে দীর্ঘ মেয়াদে চুক্তি করে ফেলবে বাফুফে।
কাজী নাবিল আহমেদ আরও জানান, আগামী ১০ থেকে ১২ মে`র মধ্যে ডি ক্রুইফ বাংলাদেশে চলে আসবেন এবং দলের দায়িত্ব নেবেন। এশিয়া কাপ বাছাইয়ের প্লে অফে তাজিকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ ২ জুন। ফিরতি ম্যাচ খেলবে বাংলাদেশ ৭ জুন। এরপরই হয়তো দীর্ঘস্থায়ী একজন কোচ পেতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল।
বিডি-প্রতিদিন/০৭ মে, ২০১৬/মাহবুব