চমক দেখালো চট্টগ্রাম আবাহনী। স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে শক্তিশালী ঢাকা আবাহনীকে ২-০ গোলে পরাজিত করে নতুন ইতিহাস সৃষ্টি করেছে চট্টগ্রাম আবাহনী।
ঘরোয়া ফুটবলে চট্টগ্রাম আবাহনীর এটি প্রথম কোন শিরোপা। বঙ্গবন্ধু স্টেডিয়াম উত্তেজক ফাইনালে চট্টগ্রাম আবাহনীর হয়ে একটি করে গোল করেছেন লিওনেল সেইন্ট ও রুবেল মিয়া।
দুই মিনিটে প্রথম আক্রমণ করে চট্টগ্রাম আবাহনী। বক্সের বাইরে থেকে শট নেন মরোক্কোর মিডফিল্ডার তারিক আল জানাবি। কিন্তু তার শট বাম পোস্ট ঘেঁষে চলে যায় মাঠের বাইরে।
১৩ মিনিটে সুযোগ এসেছিল ঢাকা আবাহনীর। কিন্তু ফাঁকা পোস্ট পেয়েও গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করে মিডফিল্ডার জুয়েল রানা। তার শট চলে যায়ডান পোস্ট ঘেঁষে। ২৫ মিনিটে বক্সে বল পেয়েও সুযোগ হাতছাড়া করেন চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডার রেজাউল করিম রেজা। ৩১ মিনিটে বক্সের দুই গজ দূরে ফ্রি কিক পেয়েছিল বন্দর নগরীর দলটি। গোল হতে পারতো। কিন্তু হতাশই করেন তারিক আল জানাবি। বল মারেন গোলবারের অনেক ওপর দিয়ে।
৩৬ মিনিটে বক্সের খুব কাছেই ডান প্রান্ত থেকে ফ্রি কিক নেন জাহিদ। কিন্তু বক্সে পেয়ে বল বাইরে মারেন চট্টগ্রামের ফরোয়ার্ড রুবেল মিয়া। এরপর ৪৪ মিনিটে বল নিয়ে একক প্রচেষ্টায় ঐতিহ্যবাহীদের বক্সে ঢুকে পড়েছিলেন হাইতিয়ান ফরোয়ার্ড লিওনেল প্রিয়াক্স। কিন্তু তাকে ঘিরে ধরেন প্রতিপক্ষের দুই ডিফেন্ডার। তাকে বল পোস্টে পাঠানোর সুযোগ না দিয়ে মাঠের বাইরে পাঠান ডিফেন্ডার রেজা।
প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে আধিপত্য নেয় চট্টগ্রাম আবাহনী। ৫৫ মিনিটের রুবেল মিয়ার পাসে আবাহনীর জাল কাঁপান চট্টগ্রামের হাইতিয়ান ফরোয়ার্ড লিওনেল সেইন্ট প্রিউক্স। রীতিমতো উৎসব তখন চট্টগ্রাম আবাহনী শিবিরে।
এই উৎসবের রেশ শেষ না হতেই আবারও চমক। এবার আগের গোলের যোগানদাতা রুবেল নিজেই। ৬২ মিনিটে বক্সের মধ্যে দুর্দান্ত ভলিতে গোল করেন চট্টগ্রাম আবাহনীর এই ফরোয়ার্ড। স্কোর লাইন তখন ২-০। আর এই ২-০ গোলেই শেষ হয় খেলা।
বিডি-প্রতিদিন/ ০৭ মে ১৬/ সালাহ উদ্দীন