ঈদ উপলক্ষ্যে মানুষ ছুটছেন গ্রামের বাড়িতে। এবার ঈদে লম্বা ছুটি হওয়ায় আগে থেকেই গ্রামের উদ্দেশ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন সাধারণ মানুষ।
এর ব্যাতিক্রম নন বাংলাদেশ ক্রিকেট অঙ্গনের অন্যতম ক্রিকেটার মুস্তাফিজ। সম্প্রতি শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ। জাতীয় দলের ক্যাম্প শুরু হতেও বেশ সময় বাকি। তাই ঈদের এই লম্বা ছুটিতে পরিবার পরিজনের সাথে ঈদ উৎসবে মেতে উঠতে গ্রামের বাড়ির উদ্দেশ্যে ছুটছেন মুস্তাফিজ।
আগামী ২ জুলাই সাতক্ষীরা নিজের গ্রামের বাড়ি তেঁতুলিয়ায় যাবেন এই 'কাটার বয়'। মুস্তাফিজের বড় ভাই মোখলেসুর রহমান পল্টু এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ঈদ শেষে কবে তিনি ঢাকা ফিরবেন সে বিষয়ে নির্দিষ্ট করে বলতে পারেননি পল্টু।
পল্টু বলেন, ‘মুস্তাফিজের সব কিছুই ঠিক আছে। আগের চেয়ে এখন অনেক সুস্থ। বাড়িতে এসে পরিবার এবং বন্ধুদের সঙ্গে ঈদ উদযাপন করবে সে।’
বিডি প্রতিদিন/২৯ জুন ২০১৬/হিমেল-০৯