আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত পাল্টাবেন বলে মনে করছেন তার বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজ। তার মতে, মেসি চরম হতাশা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। গোল ডট কমের।
সোমবার শতবার্ষিকী কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে শিরোপা ঘোচানোর স্বপ্ন ভঙ্গ হয় মেসির। দুঃখজনক হলেও সত্যি টাইব্রেকারে মেসির ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মারা শটটিই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। পরে অভিমানে আন্তর্জাতিক ফুলবল থেকে অবসরের ঘোষণা দেন ৫ বারের ব্যালন ডি'অর জয়ী।
রেডিও টেনফ্লিন্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে সুয়ারেজ বলেন, ‘আমি নিশ্চিত মেসি তার মত পরিবর্তন করবেন। তবে তিনি যে সিদ্ধান্তই নেন না কেন, তিনি এখনো সর্বকালের সেরা ফুটবলার।’
তিনি আরও বলেন, ‘আমি মেসিকে ভালোভাবে জানি। আমি নিশ্চিত তিনি চরম দুঃখবোধ ও অসহায়ত্ব থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। উরুগুইয়ান তারকার মতে, তিনি যদি তার সিদ্ধান্তে অটল থাকেন, তাহলে ফুটবলের জন্য তা হবে কলঙ্কের। তবে আমি নিশ্চিত, তিনি মত পরিবর্তন করবেন।’
বিডি-প্রতিদিন/২৯ জুন, ২০১৬/মাহবুব