ইংল্যান্ডের ৩৪০ রানের জবাবে ইউনিস খান ও আসাদ শফিকের দুর্দান্ত সেঞ্চুরিতে কেনিংটন ওভালে ১২ রানের লিড নিয়েছে পাকিস্তান। দ্বিতীয় দিন শেষে ছয় উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ৩৪০ রান। ১০১ রানে অপরাজিত আছেন ইউনিস খান।
চার ম্যাচ টেস্ট সিরিজে পাকিস্তান প্রথমটি জিতলেও পরের দু'টি জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। ফলে সিরিজ জয়ের জন্য ইংলিশদের প্রয়োজন ড্র। অন্যদিকে, সিরিজ হার এড়াতে হলে জয়ের কোনো বিকল্প নেই পাকিস্তানের। এমন সমীকরণ সামনে রেখে তিন রানে এক উইকেট হারানো পাকিস্তান দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামে। ইয়ারিস শাহকে নিয়ে ৪৯ এবং আসাদ শফিকের সঙ্গে ৭৫ রানের জুটি গড়ার পর ব্যক্তিগত অর্ধশতক থেকে মাত্র এক রান দূরে থাকতে সাজঘরে ফেরেন আজহার।
এরপর দলের হাল ধরেন আসাদ শফিক ও অভিজ্ঞ ইউনিস খান। এই দু'জনের ১৫০ রানের জুটিতে বড় রানের সুবাস পাচ্ছে পাকিস্তান। আসাদ শফিক ক্যারিয়ারের নবম সেঞ্চুরি (১০৯) করে স্টিভেন ফিনের বলে আউট হলে হলেও সরফরাজ আহমদকে নিয়ে তৃতীয় দিন ব্যাটিং শুরু করবেন ১০১ রানে অপরাজিত থাকা ইউনিস খান।
ইংলিশ বোলারদের মধ্যে দুটি করে উইকেট তুলে নেন ফিন ও ক্রিস ওকস। আর একটি করে উইকেট লাভ করেন স্টুয়ার্ট ব্রড ও মঈন আলী।
বিডি-প্রতিদিন/১৩ আগস্ট, ২০১৬/মাহবুব