স্প্যানিশ সুপার কাপের শিরোপা দিয়েই মৌসুম শুরু করল লিওনেল মেসির বার্সেলেনা। বুধবার রাতে দ্বিতীয় লেগের খেলায় সেভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে বার্সা। এর আগে প্রথম লেগে লুই এনরিকের দল জিতেছিল ২-০ গোলে। ফলে দুই লেগ মিলিয়ে ৫-০ গোলের বড় জয়ে মৌসুম শুরু করলো মেসি-সুয়ারেজরা।
এদিন, বার্সার জয়ের নায়ক তুর্কি স্ট্রাইকার আরদা তুরান। দলের হয়ে তিনি জোড়া গোল করেছেন। এ ছাড়া একটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে এক গোল করিয়েছেন অবসর থেকে সদ্য আর্জেন্টাইন দলে ফেরার ঘোষণা দেওয়া লিওনেল মেসি।
ন্যু ক্যাম্পে ম্যাচ শুরুর ১০ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। মেসির সহায়তায় গোল করেন তুরান। এরপর ৪৬ মিনিটে ফের গোল করেন তুর্কি তারকা। এর আগে অবশ্য ৩২ মিনিটে পেনাল্টি পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয় সেভিয়ার ইবোরা ফুয়েন্তে। ম্যাচের ৫৫ মিনিটে বার্সাকে ৩-০ গোলে এগিয়ে নেন মেসি। তাকে বল বানিয়ে দেন লুকাস ডিগনে।
বিডি-প্রতিদিন/১৮ আগস্ট, ২০১৬/মাহবুব