নতুন সিরিজের আগে নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করাটা এখন যেন অভ্যাসে পরিণত করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। শিগগির দেশের হয়ে ৫০০তম টেস্ট খেলতে নামবেন। গুরুত্বপূর্ণ সিরিজটি খেলতে নামার আগে নিজের হেয়ার স্টাইলে পরিবর্তন আনলেন কোহলি।
নতুন চুলের ছাটের ছবি দিয়ে টুইটারে কোহলি বলেন, অবশেষে মাথার সবদিকটা কভার হল। দারুণ পছন্দ হয়েছে।
নিজের হেয়ারস্টাইলিস্ট জর্জকে ধন্যবাদ জানিয়েছেন কোহলি । তবে শুধু চুল নয় নিউজিল্যান্ডের বিপক্ষে নামার আগে নিজের ফিটনেস বাড়াতেও দারুণ কসরত করছেন কোহলি।
এদিকে দলের সাফল্যের ব্যাপারে এখন অনেকটাই নিশ্চিন্ত প্রাক্তন টিম ইন্ডিয়া কোচ গ্যারি কার্স্টেন। রাজস্থান ক্রিকেট অ্যাকাডেমির একটি অনুষ্ঠানে যোগ দিতে ভারতে এসেছিলেন গ্যারি । পাশাপাশি ২০১১ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের পাশাপাশি ভারতে নিজের কোচিংয়ের অনেক অভিজ্ঞতাই এদিন সাংবাদিকদের সঙ্গে শেয়ার করেন কার্স্টেন।
কোহলির প্রসঙ্গে বলেন, ওকে দেখে ভাল লাগছে। যেভাবে খেলা নিয়ন্ত্রণ করছে এবং ম্যাচ ফিনিশ করে আসছে, তা তুলনাহীন।
সূত্র : কলকাতা নিউজ ২৪
বিডি প্রতিদিন/১৭ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা