চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসির উপর একের পর একে চাপ সৃষ্টি করছে বিসিসিআই। লোঢা কমিটির সুপারিশ যদি কার্যকর হয় তাহলে ভারত ২০১৭ তে না হয় আইপিএল খেলবে, না হলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে। আজ সোমবার বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর এমনটাই জানালেন।
বিসিসিআই সভাপতি অনুরাগ বলেছেন, ২০১৭ তে আইপিএল শেষ হবে মে মাসের শেষ সপ্তাহে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে জুনের প্রথম দিকে। লোঢা কমিটির সুপারিশ অনুযায়ী একটি টুর্নামেন্ট শেষ হওয়া থেকে আরেকটি টুর্নামেন্ট শুরু হওয়া পর্যন্ত ১৫ দিন সময় থাকতে হবে। যা আন্তর্জাতিক ক্রিকেটে বাধ্যতামূলক। যার ফলে দুটো প্রতিযোগিতায় খেলতে পারবেন না ভারতীয় ক্রিকেটাররা।
এদিকে তিন দিন আগে ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসির কাছে দাবি জানায়, পাকিস্তানের সঙ্গে তারা একই গ্রুপে খেলবে না। আর আজ অনুরাগের এই বক্তব্য স্পষ্ট করেছে, আইসিসি তাদের দাবি না মানলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত না খেলার পথ খোলা রাখছে।
সূত্রঃ এবিপি
বিডি-প্রতিদিন/৩ অক্টোবর, ২০১৬/তাফসীর