ভারত-পাকিস্তান সীমান্তের চলছে উত্তেজনা। এই দুই চির শত্রুর ভেতর রক্তক্ষয়ী যুদ্ধকে এখন মনে হচ্ছে সময়ের ব্যাপার। এই উত্তেজনা সীমান্ত থেকে শুরু হলেও এখন সেটা খেলার মাঠ পর্যন্ত গড়িয়েছে। এইতো তিন দিন আগেই ভারত আইসিসিকে অনুরোধ করেছে চ্যাম্পিয়ন ট্রফিতে যেন তাদের গ্রুপে যেন পাকিস্তানকে রাখা না হয়। এই দিক থেকে পাকিস্তানের ক্রিকেট তারকারাও পিছিয়ে নেই। আর সি পথেই হাটলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ খান আফ্রিদি।
সার্জিক্যাল স্ট্রাইকের পর ভারতের উদ্দেশে বাঁকা মন্তব্য পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক শহিদ আফ্রিদি। সরাসরি ভারতকে উদ্দ্যেশ্য করে জানিয়ে দিয়েছেন,‘পাঠানদের এখনও চিনে উঠতে পারেনি ভারত।’
ক্রিকেট নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এই পাকিস্তানি তারকা ক্রিকেটার। সেখানেই তিনি এমন বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, ‘পাকিস্তান সেনাবাহিনীর একদম প্রথম সারিতে রয়েছে পাঠানরা। তাদের শক্তি ও ক্ষমতা সম্পর্কে যথেষ্ট ধারনা নেই ভারতের।’
উল্লেখ্য গত সপ্তাহে অধিকৃত কাশ্মীরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর আফ্রিদি খোদ শান্তি স্থাপনের কথা বলেছিলেন। যুদ্ধ ছেড়ে আলোচনাতেই সমাধান মিলবে বলে এমন টুইটও করেছিলেন। এই নিয়ে পাকিস্তানে সমালোচনার মুখে পড়েছিলেন।
বিডি-প্রতিদিন/৩ অক্টোবর, ২০১৬/তাফসীর