চার-ছক্কার ফুলঝরি উড়িয়ে দ্রুতই সেঞ্চুরি করলেন ইমরুল কায়েস। ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেন এই মারকুটে ব্যাটসম্যান।
৮১ বলে দ্রুত সেঞ্চুরি করেন তিনি। ৯টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাকিয়ে শতক করেন তিনি।
এর আগে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ টস জিতে ব্যাট করতে নামে বিসিবি একাদশ। মঙ্গলবার ফতুল্লা স্টেডিয়ামে সকাল সাড়ে ১০টায় ম্যাচটি শুরু হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৪ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন