নিউজিল্যান্ডের বিপক্ষে কলকাতা টেস্টে পেসার ট্রেন্ট বোল্টের বলে দুইবার বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে আঘাত লাগায় ইন্দোরের তৃতীয় টেস্টে আর খেলা হচ্ছে ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানের।
রবিবার অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ধাওয়ানের আঙ্গুলে দুইবার আঘাত লাগে। সাথে সাথে হাসপাতালে নিয়ে স্ক্যান করার পরে সেখানে সামান্য চিড় ধরা পড়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ১৫দিনের বিশ্রামে থাকতে হবে ধাওয়ানকে। সে কারণেই ৮ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ টেস্টে তার আর খেলা হচ্ছে না তার।
নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ধাওয়ান আর ফিল্ডিংয়েও নামেননি। ম্যাচে ভারত ১৭৮ রানের বিশাল ব্যবধানে জয়ী হয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে।
তার স্থানে ইতোমধ্যেই দলে ডাকা হয়েছে কর্ণাটকের ব্যাটসম্যান করুন নায়ারকে। নায়ার এ পর্যন্ত ভারতের হয়ে দুটি ওয়ানডে ম্যাচ খেলেছেন।
এক বিবৃতিতে বিসিসিআই সেক্রেটারি অজয় শিরকে নায়ারের অন্তর্ভুক্তি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ ০৪ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম