দলকে অনেকটা এগিয়ে নিয়েছে উদ্বোধনী জুটি ইমরুল কায়েস-মুশফিক। শতক করে ২৮তম ওভারে ইমরুল সাজঘরে ফিরলেও ক্রিজে আছেন মুশফিক। করেছেন হাফ সেঞ্চুরি। ৫৪ বলে ৫০ করেন তিনি। কোনো ছক্কা না হাকালেও পাঁচটি বাউন্ডারি মেরেছেন।
তার সাথে জুটি বেধেছেন নাসির হোসেন। এসেই তাণ্ডব চালাচ্ছেন। ৩৪ বলে তিনটি বাউন্ডারি ও একটি ছক্কা হাকিয়ে ৩৬ রান করে ফেলেছেন।
বর্তমানে দলের সংগ্রহ ৪০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৬০ রান।
বিডি-প্রতিদিন/ ০৪ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন