ইংলিশদের ৩১০ রানের চ্যালেঞ্জ দিয়েছে বিসিবি একাদশ । ম্যাচে শতক করেছেন ইমরুল কয়েস। অর্ধশতক করেছেন মুশফিকুর রহিম।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে চলাকালীন ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বিসিবি একাদশ।
ইংলিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান পেসার ক্রিস ওকস। এছাড়া দুটি করে উইকেট তুলে নেন ডেভিড উইলি ও বেন স্টোকস। একটি উইকেট লাভ করেন স্পিনার আদিল রশিদ।
বিসিবি একাদশ :
মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, সৌম্য সরকার, নাসির হোসেন, নাজমুল হোসেন শান্ত, শুভাগত হোম, আল আমিন হোসেন, নুরুল হাসান, সানজামামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি ও আলাউদ্দিন বাবু।
বিডি-প্রতিদিন/ ০৪ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন