টেনিসে দীর্ঘ সময় রাজত্ব করে যাওয়া মারিয়া শারাপোভা ছিলেন গত দশকের সেরা ধনী নারী অ্যাথলেট। কিন্তু তার সেই রাজত্বে ছন্দপতন হয় 'অনিচ্ছাকৃত' ভুলের কারণে। নিষিদ্ধ ড্রাগ গ্রহণের জন্য দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয় তাকে। সেই রায়ের বিরুদ্ধে জুনে করা আপিলের রায় হয়েছে মঙ্গলবার। দুই বছরের জায়গায় নিষেধাজ্ঞা ১৫ মাসে নামিয়ে আনা হয়েছে।
আগামী বছরের ২৬ এপ্রিল কোর্টে ফিরতে পারবেন পাঁচ বারের এ গ্রান্ড স্লাম জয়ী। চলতি বছরের মার্চে শারাপোভার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন। দীর্ঘ টেনিস ক্যারিয়ারে তার সাফল্যের অগ্রযাত্রা ছিল ধারাবাহিকতার আরেক নাম। সেই শারাপোভার গত হওয়া এই ছয় মাসটিই যেন এক বৃত্তেই আটকে ছিল। এ রায়ে তাই খানিকটা হলেও স্বস্তি পাবেন ২৯ বছর বয়সী এ রাশিয়ান।
বিডি প্রতিদিন/৪ অক্টোবর, ২০১৬/ফারজানা