ডেভিড বেকহ্যাম একজন সফল ফুটবলার। এ কোন নতুন খবর নয়। তার ফুটবল জাদুর সাথে সবাই পরিচিত। কিন্তু তিনি শুধু মাত্র সফল ফুটবলারই নন পাশাপাশি একজন দ্বায়িত্ববান স্বামী এবং পিতাও।
বাবাদের মেয়ের উপর বরাবরই ভালোবাসা থাকে বেশি। বাবা হিসেবে বেকহ্যাম ও ব্যাতিক্রম নন। মেয়েকে বড্ড বেশি ভালবাসেন তিনি। তাই তো মেয়ের নাওয়া–খাওয়া, স্কুলে যাওয়া সব কিছুর তদারকি তিনি নিজেই করেন। তার প্রমাণ মিলল আবারও ।
মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন ডেভিড বেকহ্যাম। পাঁচ বছরের হার্পারকে নীল রঙের ফ্রক পরে দারুণ মিষ্টি দেখাচ্ছিল। সোনালি এক ঢালা চুল ছিল খোলা। হার্পারের দুই ভাই ব্রুকলিন আর ক্রুজ তখন ব্যস্ত স্কেটিং করতে। বেকহ্যামকে দেখেই এগিয়ে এসেছিলেন কয়েকজন ভক্ত।
তাদের সঙ্গে গল্প করার সময়, ছোট্ট মেয়ের পায়ে যাতে ব্যথা না হয়ে যায় সে খেয়াল রেখেছিলেন বেকহ্যাম। হার্পারকে গাড়িতে বসিয়ে রেখে এসেছিলেন। তবে গাড়ির ভেতরও মেয়ের যাতে সমস্যা না হয়, সেদিকে নজর রেখেছিলেন তিনি।
বিডি-প্রতিদিন/৫ অক্টোবর, ২০১৬/তাফসীর