ভারত-পাকিস্তানের ভেতর কাস্মীর ইস্যু নিয়ে চলছে টানটান উত্তেজনা। যুদ্ধ যুদ্ধ অবস্থা বিরাজ করছে চির শত্রু ভারত-পাকিস্তানের ভেতর। আর এই সময়ে ভারতে আগামী সপ্তাহেই ১২ জাতির কাবাডি বিশ্বকাপ বসছে।
এমন চরম উত্তেজনাকর পরিস্থিতিতে কি ভারতে পাকিস্তান দলের খেলতে আসা নিয়ে সংশয় ছিল। হয়তো পাকিস্তান দল আসতোও না। কিন্তু এই সংশয় সত্যি হবার আগেই আন্তর্জাতিক কাবাডি সংস্থা পাকিস্তানকে বাদই দিয়ে দিয়েছে এবারের বিশ্বকাপ আসর থেকে। আর তাতেই অনেক ক্ষেপেছে পাকিস্তান। তাদের দাবি, ভারতকেও বাদ দিতে হবে।
শুক্রবার আহমেদাবাদে শুরু হচ্ছে টুর্নামেন্টটি। ৯ বছর পর হচ্ছে কাবাডি বিশ্বকাপ। তাই এর আবেদন অনেক বেশি। স্বাগতিক ভারত ছাড়া বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইরান, জাপান, কেনিয়া, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, আর্জেন্টিনা ও মার্কিন যুক্তরাষ্ট্র এই আসরে অংশ নিচ্ছে।
কিন্তু শুরুর ঠিক আগেই বুধবার পাকিস্তানকে বাদ দেওয়ায় বিতর্কের শুরু। কাবাডির বিশ্ব সংস্থা আইকেএফের প্রধান দিওরাজ চতুর্বেদি ভারতীয়। তিনি বলেছেন, "বর্তমান প্রেক্ষাপটে পাকিস্তানের এখানে খেলা ঠিক হবে না। সময়টা সঠিক না।"
পাকিস্তান কাবাডি সংস্থা একে অন্যায় বলছে। সংস্থাটির সম্পাদক রানা মুহাম্মদ সারওয়ার বলেছেন, "পাকিস্তানকে ছাড়া কাবাডি বিশ্বকাপ কোনো বিশ্বকাপ না। এ যেন ব্রাজিলকে ছাড়া ফুটবল বিশ্বকাপ।"
গত মে মাসে পাকিস্তানে ছয় জাতি আসরে ও গত মাসে ভিয়েতনামে ভারতকে হারিয়েছিল পাকিস্তান।
বিডি-প্রতিদিন/৫ অক্টোবর, ২০১৬/তাফসীর