বার্সেলোনায় ফিরে এসেছেন পেড্রো। স্পেনের হয়ে অনুশীলন করতে গিয়ে সংক্ষিপ্ত সফরে পেড্রো বর্তমানে বার্সেলোনায় অবস্থান করছেন।
গত গ্রীষ্মে কাতালান শিবির থেকে ২০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে স্ট্যামফোর্ড ব্রীজে যোগ দিয়েছিলেন ২৯ বছর বয়সী পেড্রো।
অভিষেকটা দারুন হলেও দিনে দিনে নিজের ফর্ম আর ধরে রাখতে পারেননি। যদিও বার্সেলোনার সভাপতি জোসেপ মারিয়া বার্তামেউর সাথে আলোচনা করে ক্যাম্প ন্যুতে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন পেড্র্রো।
আগামী পাঁচদিনে স্পেন জাতীয় দল বিশ্বকাপ বাছাইপর্বে ইতালি ও আলবেনিয়ার মুখোমুখি হবে।
বিডি প্রতিদিন/ ০৫ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম