পঞ্চদশ বাছাই স্পেনের রবার্তো বাউতিস্তা আগুতকে হারিয়ে পুরুষ এককে সাংহাই মাস্টার্স টেনিসের শিরোপা জিতে নিলেন দ্বিতীয় বাছাই গ্রেট ব্রিটেনের এন্ডি মারে। চলতি বছরে এটি তার ষষ্ঠ শিরোপা।
জকোভিচকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছিলেন আগুত। তাই ফাইনালেও চমক দেয়ার লক্ষ্য ছিল তার। কিন্তু ফাইনালে মারের সাথে লড়াইয়ে আর পেরে উঠতে পারেননি আগুত।
প্রথম সেটে তুমুল লড়াই হলেও, দ্বিতীয় সেটে আগুতকে কোনো সুযোগই দেননি মারে। টাইব্রেকারে গড়ানো প্রথম সেট ৭-৬ (৭-১) এবং দ্বিতীয় সেট ৬-১ গেমে জিতেন মারে। ফলে তৃতীয়বারের মত সাংহাই মাস্টার্সের শিরোপা জয় করেন মারে। এর ফলে ১ হাজার পয়েন্ট অ্যাকাউন্টে জমা হলো মারের। তাতে বিশ্ব টেনিস র্যাংকিং-এ শীর্ষে থাকা সার্বিয়ার নোভাক জকোভিচের আরও কাছে পৌঁছে গেলেন দুই নম্বর খেলোয়াড় মারে।
তবে র্যাংকিং নিয়ে ভাবছেন না মারে। তিনি বলেন, ‘এখনই র্যাংকিং নিয়ে ভাবছি না। যখন সুযোগ হবে তখনই শীর্ষে পৌঁছাতে পারবো আমি। এখন শিরোপা জয়ের আনন্দ উপভোগ করার সময়। তাই করছি।’
বিডি প্রতিদিন/ ১৭ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম