বাংলাদেশ-ইংল্যান্ড মধ্যকার টেস্ট সিরিজ শুরুর আগে দুইটি দুই দিনের প্রস্তুতি ম্যাচের আয়োজন করা হয়। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে সব কয়টি উইকেট হারিয়ে ২৯৪ রান করে বিসিবি একাদশ। তাতে বড় অবদান রাখেন ওপেনার আব্দুল মজিদ। স্টুয়ার্ট ব্রডের বলে আউট হওয়ার আগে তিনি করেন ৯৫ বলে ১০৬ রান। ইনিংসে ছিল ১৬ টি চার আর একটি ছক্কা।
আব্দুল মজিদ তার সেঞ্চুরির জন্য স্বাভাবিক ভাবেই নিজের উপর সন্তুষ্ট। কিন্তু প্রতিপক্ষ ইংল্যান্ড দলের ক্রিকেটার বেন স্টোকসের আচরণ তার ভাল লাগার কথা নয়। এই ইংলিশ অলরাউন্ডার বিসিবি একাদশের উদ্বোধনী ব্যাটসম্যানের সাথে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছেন।
রবিবার বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার অনুষ্ঠিতব্য প্রস্তুতিমূলক দ্বিতীয় দু’দিনের প্রস্তুতি ম্যাচের লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। টেলিভিশন ক্যামেরায় স্পষ্ট দেখা যায় মজিদ করমর্দন করতে স্টোকসের দিকে হাত বাড়ালেও তিনি দেখেও সেটি না দেখার ভান করেন এবং মজিদের হাত সরিয়ে দেন। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখেই পড়েছেন বেন স্টোকস।
বিডি-প্রতিদিন/১৭ অক্টোবর, ২০১৬/তাফসীর