ধোনি, কোহলি, রাহানে ভারতীয় ক্রিকেটের পরিচিত নাম। তাদের চিনতে পুরো নামেরও দরকার হয় না। কিন্তু এগুলো তাদের নিজস্ব নাম নয়। বাবার কাছ থেকে পাওয়া উপাধি। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে বাবার নামেই পরিচিত হয়েছেন মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে।
এবার তারা সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। ধোনি, কোহলি ও রাহানেরা এবার পরিচিত হতে চান মায়ের নামে। মায়ের পদবিটাই এবার জার্সিতে অলঙ্কিত করার সিদ্ধান্ত নিয়েছেন এ তিন ক্রিকেটার। বিরাট কোহলির জার্সির পেছনে এবার থেকে লেখা হবে তার মা 'সরোজ'র নাম। ৭ নম্বর জার্সির পেছনে মহেন্দ্র সিং ধোনিকে চিনতে হবে ‘দেবকী’ হিসেবে। অাজিঙ্কা রাহানের জার্সির পিঠে লেখা থাকবে মা ‘সুজাতা’র নাম।
মহেন্দ্র সিং ধোনি বলেন, এতদিন বাবার পদবি ছিল আমাদের পিঠে। কই তখন তো কেউ জানতে চাননি, কেন বাবার পদবি পিঠে নিয়ে ঘুরে বেড়াচ্ছি? এতদিন বাবার নামকে পরিচিত করিয়েছি। এখন মায়ের নাম, মায়ের পরিচয় ছড়িতে দিতে চাই।
বিডি প্রতিদিন/১৭ অক্টোবর, ২০১৬/ফারজানা