১৯৯৬ সালে পাকিস্তান ম্যাচ ফিক্সিং তার সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল। আর ওই সময়ে পাকিস্তান দলের ড্রেসিং রুমের অবস্থাটা ছিল ভয়াবহ।সম্প্রতি এমন কথা বললেন পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার।
'বিশ্বাস করুন, ওই সময়ে (১৯৯৬) ড্রেসিং রুমের পরিবেশ ছিল সম্ভাব্য সবচেয়ে বাজে। ক্রিকেটের বাইরে তখন অনেক কিছু ঘটছিল। ড্রেসিং রুমে তখন ক্রিকেটে মন দেওয়াই ছিল কঠিন। খুব বাজে পরিবেশ ছিল। পাকিস্তানের টেলিভিশন জিও নিউজকে এইসব কথা বলেন শোয়েব।
সাবেক দুই অধিনায়ক জাভেদ মিয়াদাদ ও শহীদ আফ্রিদির ঝগড়াঝাটি মেটার ঠিক দুই দিন পর শোয়েব এইসব কথা বললেন। মিয়াদাদ আফ্রিদিকে বলেছিলেন, তিনি 'ম্যাচ ফিক্সার', 'তিনি দেশ বেচে দিয়েছেন'। আর আফ্রিদি মিয়াদাদকে বলেছিলেন, 'অর্থ পিশাচ'। সবশেষে সম্প্রতি তৃতীয় পক্ষের মধ্যস্ততায় বিবাদ মিটিয়ে করাচিতে দু'জন কোলাকুলি করেছেন।
জানা যায়, ২০০০ সালে ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে পাকিস্তানের ক্রিকেটোর সাবেক ব্যাটসম্যান সেলিম মালিক আজীবন নিষিদ্ধ হয়ে আছেন। যদিও তারপর নানা সময় পাকিস্তানের ক্রিকেট ও ক্রিকেটারদের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। কিন্তু আজও কারো বিরুদ্ধে তেমন কোনো প্রমাণ মেলেনি।
বিডি-প্রতিদিন/এ মজুমদার