বার্সেলোনার সাথে নতুন চুক্তিতে স্বাক্ষর করতে পেরে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন জেভিয়ার মাসচেরানো। তবে সাথে সাথে কাতালানদের সাথে এটাই যে তার শেষ চুক্তি তার আভাসও দিয়ে দিয়েছেন।
সোমবার বার্সেলোনার সাথে তিন বছরের চুক্তি নবায়ন করেছেন এই আর্জেন্টাইন তারকা। এর ফলে ২০১৯ সালের জুন পর্যন্ত অবশ্য তিনি কাতালান শিবিরেই থাকছেন। কিন্তু একই সাথে তিনি সতর্ক বার্তা ছুঁড়ে দিয়ে বলেছেন ক্যাম্প ন্যুতে এটাই তার শেষ চুক্তি স্বাক্ষর।
বার্সেলোনার অফিসিয়াল টেলিভিশন চ্যানেলে মাসচেরানো বলেছেন, এখানে এটাই আমার শেষ চুক্তি, এ ব্যাপারে অন্তত নিশ্চিত হয়ে বলাই যায়। আশা করছি, যতদিন ছিলাম সকলের পছন্দের মানুষ হয়েই ছিলাম। দীর্ঘ সময়ে বার্সেলোনায় আমি দারুণ কিছু মুহূর্ত কাটিয়েছি। ভক্তরাও আমাকে দারুণভাবে সমর্থন করেছে।
২০১০ সালে লিভারপুল থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন ৩২ বছর বয়সী আর্জেন্টাইন এই ডিফেন্ডার।
বিডি প্রতিদিন/ ১৮ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম