নোয়াখালীতে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তিন দিনব্যাপী বঙ্গবন্ধু শেখ মজিব ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মজিব গোল্ডকাপে ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ দুপুরে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস।
জানা যায়, তিন তিনব্যাপী এ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতায় বালক বিভাগে জেলার ৯টি, উপজেলার চ্যাম্পিয়ন ৯টি স্কুল এবং বালিকা বিভাগে ৯টি উপজেলার চ্যাম্পিয়ন ৯টি স্কুল নকআউট পদ্ধতিতে খেলায় অংশগ্রহণ করবে। ২০ অক্টোবর উভয় বিভাগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/এ মজুমদার