হার্দিক পাণ্ডে। ভারত-নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই ম্যাচ সেরা। এরপর থেকেই আলোচনায় ২৩ বছর বয়সী টিম ইন্ডিয়ার এই অলরাউন্ডার। তবে ওই ম্যাচে শুধু হার্দিকের নিখুঁত বল ডেলিভারিই নয়, প্রচারের আলোয় চলে এসেছেন তার লাস্যময়ী বান্ধবী লিসা শর্মাও। যদিও তাকে কেবল বান্ধবী বলে দাবি করছেন পান্ডে। তবে এতে নিন্দুকের মন গলাতে পারেননি তিনি। তাদের দাবি, লিসার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটের এই উঠতি তারকা।
কিন্তু কে এই লিসা? ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রিতে উঠতি মডেল হিসেবে লিসা এখন যথেষ্ট পরিচিত নাম। মাত্র ২১ বছর বয়স। এর মধ্যেই মণীশ মালহোত্র, সব্যসাচী মুখোপাধ্যায়, অনামিকা খান্নার মতো ডিজাইনারদের পোশাকে র্যাম্পে হেঁটেছেন লিসা। এক বন্ধুর মাধ্যমে ৫ ফুট ১০ ইঞ্চির এই মডেলের সঙ্গে যোগাযোগ হয়েছিল লিসার। তার পর বন্ধুত্ব। এরপর গত এক বছর ধরে নিয়মিত ডেট করেন তারা।
বিডি-প্রতিদিন/১৮ অক্টোবর, ২০১৬/মাহবুব