অনেক দিন ধরেই খবর আসছিল বার্সেলোনার সঙ্গে নেইমার নতুন করে চুক্তি সাক্ষর করতে যাচ্ছে। অবশেষে সে সম্ভাবনাই সত্য হল। নতুন করে সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ। নেইমার পাঁচ বছরের জন্য নতুন করে চুক্তি করতে যাচ্ছে বার্সেলোনার সাথে। এর মানে ২০২১ সাল পর্যন্ত বর্তমান ক্লাব বার্সেলোনার হয়ে মাঠে নামতে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান তারকা।
বার্সেলোনা কর্তৃপক্ষ ক্লাবের ওয়েবসাইটে জানিয়েছে, "নেইমারের সঙ্গে লা লিগা চ্যাম্পিয়নদের বর্তমান চুক্তি ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত। আগামী শুক্রবার নেইমার চুক্তিতে সই করবেন। নতুন চুক্তি অনুযায়ী ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত কাম্প নউয়ে থাকবেন ব্রাজিলিয়ান তারকা।"
২০১৩ সালে বার্সেলোনার জার্সি গায়ে জড়ান নেইমার। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ১৪৯ ম্যাচে ৯০টি গোল করেছেন নেইমার। এ সময়ে জিতেছেন একটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লিগসহ মোট নয়টি শিরোপা।
নেইমারের নৈপুণ্যে মুগ্ধ হয়ে বিভিন্ন নামি দামি ক্লাব তাঁকে দলে টানতে মরিয়া। কিন্তু কিছুতেই ছাড় দিতে নারাজ বার্সা। তাইতো দলের তারকা ফুটবলারকে ধরে রাখতে আরও একবার চুক্তি নবায়ন করতে যাচ্ছে বার্সেলোনা।
বিডি-প্রতিদিন/১৯ অক্টোবর, ২০১৬/তাফসীর