জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি এবারও বুঝিয়ে দিলেন তার শ্রেষ্ঠত্ব। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে প্রাক্তন গুরু পেপ গুয়ার্দিওলার দল ম্যানচেস্টার সিটিকে পথে বসালেন তিনি। তার হ্যাটট্রিক আর নেইমারের লক্ষ্যভেদে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।
বুধবার রাতে ক্যাম্প ন্যুতে শুরুটা ভালো করলেও স্বাগতিকদের অপেক্ষা করতে হয় ১৭তম মিনিট পর্যন্তই। মেসিই শুরুটা করলেন । বাঁ দিক থেকে ডি-বক্সে ইনিয়েস্তাকে বল দিয়ে নিজেও ঢুকে পড়েন। ফের্নান্দো পিছলে পড়ে যাওয়ায় ফাঁকায় বল ফেরত পেয়ে গোলরক্ষক ক্লাওদিও ব্রাভোকে পরাস্ত করেন তিনি।
প্রথমার্ধে সিটি দুটি ভালো সুযোগ পেলেও ফল পায়নি। পরে দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটেই দলকে বিপদে ফেলে লাল কার্ড দেখে বিদায় নেন সিটির গোলরক্ষক তিনি। ডি-বক্সের বাইরেই হাত দিয়ে বল ঠেকিয়ে মাঠ ছাড়েন ব্রাভো।
৬১তম মিনিটে ১০ জনের সিটির বিপক্ষে দ্বিতীয় গোল করেন মেসি। আট মিনিটের মধ্যেই আসে হ্যাটট্রিক। বাঁ দিক থেকে সুয়ারেসের ক্রস কেবল জালে ঠেলে দিতে হয় পাঁচ বারের বর্ষসেরা এই ফুটবলারের।
চ্যাম্পিয়ন্স লিগে এ মৌসুমে দুই ম্যাচ খেলে দুটিতেই হ্যাটট্রিক করলেন মেসি।
বিডি প্রতিদিন/এ মজুমদার