অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার এই দুই ফুটবল শক্তি দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ায় কোনো ম্যাচ খেলছে। আজকের ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকাল ৪টায়।
প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে গেছে আর্জেন্টিনা। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল ইভানের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। অ্যাঙ্গেল ডি মারিয়ার কর্নার থেকে পাওয়া বলে গোল করেন তিনি। আর্জেন্টিনা দলে আছেন লিওনেল মেসি, ডি মারিয়া ও মাসচেরানোসহ সব তারকা খেলোয়াড়। কিন্তু ব্রাজিল দলে খেলছেন না তাদের তারকা নেইমার।
বিডি প্রতিদিন/০৯ জুন ২০১৭/আরাফাত