চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নেমেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। প্রথম ম্যাচ খেলতে নেমেই বল হাতে জ্বলে উঠেছেন এই পেসার। অষ্টম ওভারে কিউই শিবিরে প্রথম আঘাত হানেন তাসকিন। এরপর ক্রমশ বিপদজনক হয়ে ওঠা রস টেলরকেও সাজঘরমুখী করেছেন এই ডানহাতি পেসার।
টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৭ ওভারেই ৪৬ রান তুলে শুরুটা ভালোভাবেই করেছিল নিউজিল্যান্ড। অষ্টম ওভারে ১৬ রান করে তাসকিনের শিকার হয়েছেন রনকি। পাঁচ ওভার পর রুবেল আউট করেছেন গাপটিলকে। তৃতীয় উইকেটে ৮৩ রানের জুটি গড়েন কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন ও রস টেলর। ৩০তম ওভারে এই জুটি ভাঙে। ৫৭ রান করে রানআউট হয়েছেন উইলিয়ামসন। এরপর ৩৯তম ওভারে অবশেষে টেলরকে সাজঘরমুখী করেছেন তাসকিন। ৬৩ রান করে ফিরে গেছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
বিডি-প্রতিদিন/ ৯ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৬