ভারতের বিরুদ্ধে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে যাওয়ায় আসা বাঁচিয়ে রেখেছে শ্রীলঙ্কা। ৩২২ রানের পাহাড় সমান লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ বল বাকি থাকতেই জয় পায় ম্যাথিউজরা।
বিরাটদের শক্তিশালী বোলিং-এর বিরুদ্ধে সহজ জয় তুলে নিয়ে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে ধন্যবাদ জানালেন দলের বর্তমান ম্যাথিউজ। শ্রীলঙ্কার এই অধিনায়ক জানান,‘সাঙ্গার সঙ্গে ট্রেনিং সেশনগুলো দলকে অনুপ্রেরণা জুগিয়েছে।’
এখানেই না থেমে শ্রীলঙ্কার অলরাউন্ডার আরও বলেন, ‘সাঙ্গার থেকে পাওয়া পরামর্শ নিয়েই দলের তরুণ ব্যাটসম্যানরা ভারতের বিরুদ্ধে আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে। ইংল্যান্ডের পরিবেশে মানিয়ে নেওয়ায় জন্য সঙ্গার থেকে পাওয়া উপদেশগুলো দলের ব্যাটসম্যানরা দারুণভাবে কাজে লাগাতে পেরেছে।’
নবাগত হলেও চাপের মুহূর্তে শ্রীলঙ্কার হয়ে শক্ত ভিত গড়ে দিয়েছেন ওপেনার ধনুষ্কা গুনাথিলকা। তিনি করেন ৭৬ রান। ১১ রানে প্রথম উইকেট পড়ে গেলেও কুশল মেন্ডিসকে(৮৯) সঙ্গী করে স্কোরবোর্ড সচল রাখেন তিনি। দ্বিতীয় উইকেটে ধনুষ্কা-মেন্ডিস জুটির ১৫৯ রানের ম্যাচ ঘোরানো পার্টনারশিপে ভর করেই চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে ভারতের বিরুদ্ধে ৭ উইকেটে জয় পায় শ্রীলঙ্কা।
বিডি-প্রতিদিন/ ৯ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২২