রোলাঁ গারোর ফিলিপ চ্যাটরিয়ার কোর্ট স্বাক্ষী থাকল দুর্দান্ত একটা সেমিফাইনালের। অ্যান্ডি মারের মুখোমুখি হয়েছিল স্ট্যান ওয়ারিঙ্কা। পিছিয়ে থেকেও পাঁচ ঘণ্টার ম্যারাথন লড়াইয়ে ওয়ারিঙ্কা ধরাশায়ী করলেন মারেকে। বিশ্বের এক নম্বর ব্রিটিশ খেলোয়াড়কে হারিয়েই রবিবাসরীয় ফাইনালে নামবেন ২০১৫ এর ফরাসি ওপেন চ্যাম্পিয়ন ওয়ারিঙ্কা। ওয়ারিঙ্কার পক্ষে ফল ৬-৭ (৮), ৬-৩, ৫-৭, ৭-৬ (৩)।
আজ প্যারিসে একেবারে ‘ব্লকব্লাস্টার ফ্রাইডে’। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবেন রাফায়েল নাদাল ও ডমিনিক থিয়েম। ওই খেলার বিজয়ীর বিরুদ্ধেই রবিবার কোর্টে নামবে ওয়ারিঙ্কা।
বিডি প্রতিদিন/০৯ জুন ২০১৭/আরাফাত