সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। এই রিপোর্ট লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৪৩ ওভার শেষে ৪ উইকেটে ২২৫ রান। সাকিব ৯০ ও রিয়াদ ৯২ রান নিয়ে ব্যাট করছে।
এর আগে বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিং-এর কল্যাণে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ২৬৫ রান করতে সক্ষম হয়। কিন্তু ২৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে টাইগাররা। মাত্র ৩৩ রান তুলতেই বাংলাদেশ প্রথম সারির চার উইকেট হারায়। ইনিংসের দ্বিতীয় বলেই সাউদি শুন্য রানে সাজঘরে ফেরান দারুণ ফর্মে থাকা তামিম ইকবালকে। নিজের পরের ওভারে সাউদি আউট করেন সাব্বির রহমানকে। আর তারপরের ওভারেই সাউদির শিকার হন সৌম্য সরকার। দ্বাদশ ওভারে ১৪ রান করে অ্যাডাম মিলনের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরে যান মুশফিকও।
চ্যাম্পিয়নস ট্রফিতে টিকে থাকতে হলে আজ জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সামনে। জয়ী দলের সামনেই শুধু টিকে থাকবে সেমিফাইনালে যাওয়ার আশা। পরাজিত দলকে বিদায় নিতে হবে এই প্রতিযোগিতা থেকে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন