নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে বাংলাদেশকে জিতিয়েছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।
নিউজিল্যান্ডের বিপক্ষে এই গুরুত্বপূর্ণ ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১০৭ বলে ৮টি বাউন্ডারি আর ২টি ছক্কায় সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান রিয়াদ।
৩৩ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর সাকিব আল হাসানের সঙ্গে জুটি বেধে অসাধারণ ব্যাট করেছেন রিয়াদ। ২২৪ রানের অসাধারণ জুটি বেধে দলকে বিপর্যয়ের হাত থেকে বাঁচান। মাহমুদউল্লাহ-সাকিবের ঐতিহাসিক সেঞ্চুরিতেই জয় পায় বাংলাদেশ।