মোসাদ্দেক হোসেনের বাউন্ডারিতে ইতিহাসের পাতায় ঢুকে গেছে টাইগাররা। তবে এটা শুধু আনুষ্ঠানিকতা। কাজের কাজটা আগেই করে ফেলেছে সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩৩ রানে চার উইকেট পড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছিল বাংলাদেশ শতরান পার করতে পারবে কিনা। সেখানেই ২২৪ রানের রেকর্ড জুটি গড়ে ম্যাচটি নিজেদের পকেটে ভরে নিয়েছেন দলের এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যান।
এজন্য ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে ডেকে নেয়া হলো মহাকাব্যিক ইনিংস খেলা সাকিব-মাহমুদউল্লাহ দু’জনকেই। সেখানেই তারা জানালেন এমন ব্যাটিংয়ের রহস্য।
পরস্পরের সঙ্গে কম কথা বলাটায় ব্যাটিংয়ে মনোযোগ দিতে সহায়তা করেছেন বলে জানিয়েছেন মাহমুদুল্লাহ। তিনি বলেন, ‘আমরা আসলে একে অপরের সঙ্গে খুব বেশি কথা বলিনি। আমরা শুধু ব্যাটিংটাই করতেই চেয়েছি এবং ইতিবাচক থাকতে চেয়েছি। প্রথম দিকে উইকেটে খুব সুইং ছিল। যখনই এটা বন্ধ হলো তখনই ব্যাট করতে খুব একটা বেগ পেতে হয়নি।
তিনি আরও বলেন, সাকিব আর আমি চেয়েছিল শুধু গ্যাপে শট খেলতে এবং বাজে বল পেলেই সেগুলোকে বাউন্ডারির বাইরে পাঠাতে। যা কাজে দেওয়ায় সফলতা এসেছে।
ম্যাচ সেরা সাকিব আল হাসানও মাহমুদুল্লাহর সুরেই কথা বলেছেন। তিনি বলেন, ‘আমরা আসলে ব্যাট করার সময় খুব বেশি কথা বলিনি। আমরা আসলে শুরুতে ভাবিইনি যে, এই রান তাড়া করে জিতবো। আমরা শুধু চেয়েছিল ৪০ ওভার পর্যন্ত ব্যাট করতে। এরপর দেখতে চাইলাম আমরা কোথায় আছি। আইসিসির কোনো ইভেন্টে একটা ম্যাচ জেতা মানে অনেক বড় কিছু। এখান থেকেই আমরা সামনে এগিয়ে যাওয়ার রসদ খুঁজে পাবো।’
বিডি-প্রতিদিন/১০ জুন, ২০১৭/মাহবুব