চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য এক জয় পেয়েছে টাইগাররা। যে জয় কাঁপিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটকে। ৩৩ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পরও আইসিসির মতো বড় টুর্নামেন্টে ২৬৬ রানের মতো একটা স্কোর অতিক্রম করা যায় সেটাই করে দেখিয়েছেন সাকিব-মাহমুদুল্লাহ। তবে এই জয়ের পরও সেমিফাইনালের টিকিট নিশ্চিত নয় বাংলাদেশের। আজ 'এ' গ্রুপের শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। সেখানে অস্ট্রেলিয়া হারলেই কেবল প্রথমবারের মতো আইসিসির টুর্নামেন্টে শেষ চারে পৌঁছে যাবে টাইগাররা।
তবে সাকিব-মাহমুদুল্লাহ দুর্দান্ত জুটিতে অবিশ্বাস্য জয়ের পর সাবেক লঙ্কান অলরাউন্ডার রাসেল অার্নল্ডের প্রত্যাশা, বাংলাদেশ যেন সেমিতে খেলে। বাংলাদেশের জয়ের পর সাকিব-মাহমুদুল্লাহকে অভিনন্দন জানিয়ে তিনি টুইটারে লিখেছেন, ''আমি বাংলাদেশকে সেমিফাইনালে দেখতে চাই।''
বিডি-প্রতিদিন/১০ জুন, ২০১৭/মাহবুব