কল্পনাকেও হার মানিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আর এর মাধ্যমে কার্ডিফে সৃষ্টি হলো নতুন এক ইতিহাস। যেটা নিজের হাতে লিখলেন দুই ক্রিকেট ইতিহাসবেত্তা সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। ৩৩ রানে ৪ উইকেট পড়ার পর পঞ্চম উইকেটে তারা গড়েন ২২৪ রানের ঐতিহাসিক এক জুটি।
জয়ের খুব কাছাকাছি এসে ১১৪ রানে আউট হন সাকিব। মোসাদ্দেকের বাউন্ডারি মারার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়ে গ্যালারি। কিন্তু একটি মুখকেই জায়ান্ট স্ক্রিনে দেখা যাচ্ছিল বার বার। কে তিনি? তিনি আমাদের প্রিয় অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার শিশুসুলভ উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ড্রেসিং রুমে সব ক্রিকেটার উচ্ছ্বাসে মাতলেও ম্যাশের গর্জন আলাদা করে চোখে পড়ছিল। ক্যামেরারও চোখও তা এড়ায়নি।
ব্যাটিংসহায়ক উইকেটে বোলাররা নিউজিল্যান্ডকে ২৬৫ রানে আউট করে দিয়ে মঞ্চটা তৈরি করে দিয়েছিলেন। বোলারদের নৈপুণ্যের শুরুতে ব্যাটিং ধস। তারপর ব্যাট হাতে সাকিব ও মাহমুদুল্লাহ সৃষ্টি করলেন ইতিহাস। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছেন তারা। শুধু তাই নয়, পঞ্চম উইকেট জুটিতে বিশ্ব ক্রিকেটেও সর্বোচ্চ রানের নতুন রেকর্ড এটি। সেঞ্চুরি করেছেন দুই ব্যাটসম্যানই। সাকিব ১১৫ বলে করেছেন ১১৪ রান। একটি ছক্কার সঙ্গে ১১টি বাউন্ডারি। আর মাহমুদুল্লাহ ১০৭ বলে করেছেন অপরাজিত ১০২ রান। সাকিব সেঞ্চুরি পূরণ করেছেন ছক্কা হাঁকিয়ে, আর মাহমুদুল্লাহ বাউন্ডারি দিয়ে।
বিডি প্রতিদিন/১০ জুন, ২০১৭/ফারজানা