চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য জয়ের পর চারদিক থেকে অভিনন্দন পাচ্ছেন টাইগাররা। সেখানে বাদ যায়নি অস্ট্রেলিয়ান গ্রেটরাও। অস্ট্রেলিয়ার ১৯৮৭ সালের বিশ্বকাপ জয়ের সদস্য ও দেশটির সাবেক তারকা ব্যাটসম্যান ডিন জোন্স টুইটারে লিখেছেন, গ্রেট জয়, ৩৩ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার ২৬৫ রান চেজ করাটা।
বর্তমানে ধারাভাষ্যকার জোন্স আরও বলেন, সন্দেহ নেই সাকিব বন্দুক। কিন্তু আমি সব সময় মাহমুদুল্লাহকে মূল্যায়ন করে এসেছি।
বিডি-প্রতিদিন/১০ জুন, ২০১৭/মাহবুব