ফেভারিট হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছিল ভারত। এমনকি অনেকেরই পূর্বামুান ছিল ভারতই হবে এবারের চ্যাম্পিয়ন্স। প্রথম ম্যাচে পাকিস্তান স্রেফ উড়িয়ে দিয়ে সেই প্রত্যাশা অনেকটা এগিয়ে রেখেছিলেন ভারত। তবে শ্রীলঙ্কার কাছে হেরে এখন যে অবস্থা তাতে বিদায় নিতে পারে ভারতই। এমনই আশঙ্কা স্বয়ং ভারতেই সংবাদ মাধ্যম এবেলার।
খবরে বলা হয়েছে, এই মুহূর্তে যা অবস্থা, তাতে টুর্নামেন্ট থেকে ছিটকেও যেতে পারেন বিরাট কোহলিরা। বি-গ্রুপের শেষ দুটি ম্যাচ এখন অলিখিত কোয়ার্টার ফাইনালে পরিণত হয়েছে। ১১ জুন ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ যে জিতবে, সেই পৌঁছে যাবে শেষ চারে। যে দল হারবে, তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে।
পরদিন পাকিস্তানের সামনে শ্রীলঙ্কা। এই ম্যাচেরও জয়ী দল যাবে শেষ চারে। চারটি দলই দু’টি করে ম্যাচ খেলেছে। প্রতিটি দলই একটি করে ম্যাচ জিতেছে। একটি করে ম্যাচ হেরেছে। সবারই পয়েন্ট ২। রান রেটের হের ফেরে কেউ এগিয়ে, কেউ পিছিয়ে।
চ্যাম্পিয়ন্স ট্রফির নিয়ম অনুযায়ী, পয়েন্ট সমান হলে আগে রান রেট দেখা হবে না। দেখা হবে কোন দল বেশি জয় পেয়েছে। সেখানেও সমান হলে তখন দেখা হবে রান রেট।
এরপরে দেখা হবে মুখোমুখি লড়াইয়ে জিতেছে কে। শেষ দু’টি ম্যাচে প্রভাব বিস্তার করতে পারে বৃষ্টি। দু’টি ম্যাচই যদি বৃষ্টির কারণে ভেস্তে যায়, অথবা একটি ম্যাচ যদি মীমাংসা হয়, তাহলে সবচেয়ে বেশি জয়, রান রেট, মুখোমুখি লড়াইয়ের ফল—এই সমীকরণগুলো চলে আসতে পারে।
বিডি-প্রতিদিন/১০ জুন, ২০১৭/মাহবুব