চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যাণ্ডের বিপক্ষে অবিশ্বাস্য এক জয় পেয়েছে টাইগাররা। তারপর সেমিফাইনালে যাওয়া নিশ্চিত নয় মাশরাফিদের। এজন্য আজ ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করতে হবে টাইগারদের।
বর্তমানে 'এ' গ্রুপে দুই ম্যাচে খেলে ৪ পয়েন্ট নিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। সমান ম্যাচ খেলে বৃষ্টির কারণে দুই পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে অস্ট্রেলিয়া। আর তিনটি করে ম্যাচ খেলে বাংলাদেশের ৩ এবং নিউজিল্যান্ডের পয়েন্ট ১। ফলে নিউজিল্যান্ডের আশা শেষ। কিন্তু দ্বিতীয় দল হিসেবে কে যাবে শেষ চারে সেটা নির্ভর করছে আজকের ম্যাচের ফলাফলের ওপর।
চ্যাম্পিয়ন্স ট্রফির নিয়ম অনুযায়ী, পয়েন্ট সমান হলে আগে রান রেট দেখা হবে না। দেখা হবে কোন দল বেশি জয় পেয়েছে। সেখানেও সমান হলে তখন দেখা হবে রান রেট। এরপরে দেখা হবে মুখোমুখি লড়াইয়ে জিতেছে কে—এই সমীকরণগুলো চলে আসতে পারে।
যদি আজ অস্ট্রেলিয়া জিতে যায়, তবে 'এ' গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে ইংল্যান্ডের সমান চার পয়েন্ট নিয়ে সেমিতে চলে যাবে স্মিথরা। আর যদি হেরে যায়, তাহলে অস্ট্রেলিয়ার পয়েন্ট যা আছে তাই থাকবে, ফলে তিন পয়েন্ট নিয়ে সেমিতে যাবে বাংলাদেশ। আবার যদি ম্যাচটি ড্র কিংবা বৃষ্টিতে পরিত্যক্ত হয়, সেক্ষেত্রে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পয়েন্ট হবে সমান। আবার দু'জনের রান রেটও শূন্য। তখন দেখা হবে, কে বেশি ম্যাচ জিতেছে। এক্ষেত্রে বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারানোয় সরাসরি সেমিতে চলে যাবে টাইগাররা।
বিডি-প্রতিদিন/১০ জুন, ২০১৭/মাহবুব